মোঃ মাসুম হোসেন অন্তু (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ( এলজিইডি) কর্তৃক অধিগ্রহণকৃত জমি জোড় পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। আর ওই অধিগ্রহনকৃত জমি অবমুক্ত করতে জেলা নিবার্হী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
আবেদন সত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে মো. সমাপ্ত খন্দকার দীর্ঘ দিন ধরে এলজিইডি’ র অধীন পল্লী উন্নয়ন প্রকল্প- ৭ এর আওতায় তাড়াশ,- বারুহাঁস ১০+৩০০ কিলোমিটার রাস্তা যার আইডি ন্ং ১৮৮৮৯২০০৫, এল এ কেস নং ৫১/৯৪-৯৫ এ বিভিন্ন দাগে ৭.৯৭ একর অধিগ্রহন করা জমিতে টিনের বসতঃ ও দোকান ঘর নির্মান করে অবৈধ ভাবে দখল করে আছে। উক্ত অধিগ্রহনকৃত জমি এলজিইডি কর্তৃক গত ২০ /০৮/২০২৩ তারিখে অত্র দপ্তরের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, তাড়াশ উপজেলা ভুমি কার্য়ালয়ের সহকারী কমিশনার ওই অধিগ্রহনকৃত জমির মাপ দিয়ে সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়া দেয়। এর প্রেক্ষিতে গত ২৮/ ০৮ /৩০২৩ তারিখে ৪৬.০২.৮৮৮৯.০০০.১৮.০০৫.২৩-৭৪৭ স্মারকে সাত দিনের সময় দিয়ে অবৈধ দখলদারদের দখল মুক্ত করার জন্য নোটিশ প্রদান করা হয়। নোটিশ পাবার পরও দখলদাররা ওই জমি দখল মুক্ত করেন না।
এ ব্যাপারে অবৈধ দখলদার সমাপ্ত খন্দকার বলেন, আমার দখলীকৃত জমি নিয়ে আদলতে মামলা চলমান থাকায় দখল অবমুক্ত করার বিষয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় আছি।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এলজিইডি কর্তৃক অধিগ্রহনকৃত জমি দখল মুক্ত করার বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।