ঢাকাWednesday , 20 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

১৫ বছর পর বেতাগীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন এডহক কমিটি গঠন

admin544
November 20, 2024 5:40 pm
Link Copied!

খাইরুল ইসলাম মুন্না, বেতাগী (বরগুনা) প্রতিনিধি।

দীর্ঘ ১৫ বছর পর বরগুনার বেতাগী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। সমিতির রেজিস্ট্রেশন নম্বর এস-১৮০৬/৭৫।নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৩ নং উত্তর বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাসেল সাবরিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ২৫ নং বাসন্ড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তারি আক্তার এ্যানি। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি আনুষ্ঠানিকভাবে সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রাসেল সাবরিন এবং সদস্য সচিব মোস্তারি আক্তার এ্যানি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।এই নতুন কমিটি প্রাথমিক শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।