তানোর প্রতিনিধি: সারাদেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করে উপজেলা গেইট সংলগ্ন রাস্তার দুইপাশে দাঁড়িয়ে শিক্ষকরা তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিউর রহমান ও সম্পাদক রাকিবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।