১১-০৩-২০২৪
পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
রাজশাহীতে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অভ্যন্তরিণ রাস্তার উদ্বোধন ও ৬তলা বিশিষ্ট শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ভবনের নাম ফলক উন্মোচন করা হয়েছে।
সোমবার দুপুরে রুয়েট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তা ও ৬ তলা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনি,অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু,অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হক।
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অভ্যন্তরিণ রাস্তা নির্মাণ করা হয়।
পরে রাসিক মেয়র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।