মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোণা প্রতিনিধি:
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালেয়ের প্রধান শিক্ষক কবির চৌধুরী এবং সহকারী শিক্ষক হারুন-অর-রশিদ নামে দুই শিক্ষকের অপসারণের দাবিতে রাস্তা আটকিয়ে বিক্ষোভ করেছে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের জয়হরি স্কুলের পেছনে কেন্দুয়া বাজারের মেইনরোড, থানা রোডের মোড় ও সসাজিউড়া মোড়ে বেঞ্চ দিয়ে আটকিয়ে একদফা দাবীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এব্যাপারে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার গণমাধ্যম কর্মীদের জানান, শিক্ষার্থীরা কেন মিছিল করতেছে, গত দুই দিন আগে শিক্ষার্থীরা আমার অফিসে এসেছিল, আমি তাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি বিষয়টি তদন্ত করে দেখবো এবং সোমাবারে তাদেরকে নিয়ে বসার কথাও, কিন্তু এখন আবার রাস্তা আটকিয়ে মিছিল এটা কেন?