র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল অদ্য ০৭ মার্চ ২০২৪ তারিখ ০৭৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন খঞ্জনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার এজাহার নামীয় আসামী ১। মো রাব্বি (১৯), কে গ্রেফতার করা হয়।পিতা-ইউনুস আলী, সাং-জিতারপুর, থানা ও জেলা-জয়পুরহাট।
মামলার বিবরণে জানা যায়, গত ২৯/০২/২০২৪ ইং ০২৩০ ঘটিকায় অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন সময় তসলিমকে গ্রেপ্তার করা সম্ভব হলেও রাব্বি কৌশলে পালিয়ে আত্মগোপনে চলে যায়। র্যাব-৫, সিপিসি-৩ এর চৌকস গোয়েন্দা দল রাব্বি কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ০৭-৩-২০২৪ তারিখ জয়পুরহাট জেলার সদর থানাধীন খঞ্জনপুর এলাকায় আত্মগোপনে থাকাকালে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল রাব্বি কে গ্রেফতার করে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।