আব্বাস উদ্দিন : সরাইল উপজেলা প্রতিনিধি।
ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্সে প্রায় দু’ মাস পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যাক্তি মারা যান । বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন ও এলাকাবাসী।নিহত ব্যক্তির নাম মঈনউদ্দিন(৩৫)।তিনি পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের ঈতম হোসেনের ছেলে।
জানা যায় গত ১৮ এপ্রিল খাস জায়গায় ধান শুকানোকে কেন্দ্র করে একই গ্রামের আইয়ুব খান ও কুদ্দুছ মিয়া গংদের মধ্যে দু ঘন্টা ব্যাপি সংঘর্ষ হয়।সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক ব্যাক্তি আহত হয়। এদের মধ্যে কুদ্দুছ গ্রুপের মঈন উদ্দিন পেটে ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় মঈন উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঐদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ প্রায় দু’মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মঙলবার (২৫/০৬/২৪) রাত ৩ টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ সংবাদ এলাকায় পৌছালো উত্তেজনা ছড়িয়ে পরে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান বর্তমানে পরিস্থিতি নিযন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে ওসি তদন্তের নেতৃত্বে পুলিশ মোতায়েন রয়েছে। লাশ ঢাকা থেকে ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।