জেলা প্রতিনিধি : মুজিবুর রহমান
২৩ মে ২০২৪ খৃষ্টাব্দ
চেয়ারম্যান পদে সিলেট বিভাগে ৯ জনই নতুন মুখ, পুরনো মাত্র একজন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের নির্বাচন গতকাল মঙ্গলবার বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়াই সিলেট বিভাগের ১০ উপজেলায় শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। সিলেটের তিনটিসহ বিভাগের ৯ উপজেলায় নতুন মুখ বিজয়ী হয়েছেন।
অবশ্য, এই নির্বাচনে বিএনপি বর্জন করলেও বেশ কিছু উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছিলেন বিএনপির পদবীধারী অনেকেই।
সিলেটের গোয়াইনঘাট ও হবিগঞ্জের নবীগঞ্জে চেয়ারম্যান পদে বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জের তিনটিতে বিএনপির বহিষ্কৃত নেতাদের ভরাডুবি হয়েছে। অবশ্য কোথাও কোথাও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি, খেলাফত মজলিস, জমিয়ত, আল ইসলাহ নেতারা বিজয়ী হয়েছেন।
সিলেটের তিনটি, সুনামগঞ্জের ৪টি, হবিগঞ্জের ২টি ও মৌলভীবাজারের একটি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও অনিয়ম ও জাল ভোট ঠেকাতে কঠোর ছিল প্রশাসন। জৈন্তাপুর, কোম্পানীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় অনিয়মকারীদের মোবাইল কোর্টের সম্মুখীন করে অর্থদন্ড আদায় করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। তবে বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
গত মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল নিম্নরূপ:
সিলেটের ৩ উপজেলায় নতুন মুখ বিজয়ী হয়েছেন। সাবেকদের হারিয়ে বিজয়ী হয়েছেন তিন রাজনীতিক। এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন। তিনি আনারস প্রতীকে ২৮ হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলার বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ মোটরসাইকেল প্রতীকে ২২ হাজার ২১৩ ভোট ও আবুল মনসুর মো. রশিদ আহমদ ঘোড়া প্রতীকে ১০ হাজার ২৫৮ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির বহিষ্কৃত শ্রম বিষয়ক সম্পাদক মো. লাল মিয়া। তিনি চশমা প্রতীকে ২৯ হাজার ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইকবাল হোসেন মাইক প্রতীকে ১৮ হাজার ৭৫ ভোট, সাংবাদিক আবিদুর রহমান উড়োজাহাজ প্রতীকে ৬ হাজার ৭৯ ভোট, অ্যাডভোকেট আবদুল্লাহ আল হেলাল টিউবওয়েল প্রতীকে ৫ হাজার ৩৫৯ ভোট ও মো. ইকবাল হোসেন তালা প্রতীকে ১ হাজার ৭৩০ ভোট পেয়েছেন।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়শা বেগম বিজয়ী হয়েছেন। তিনি কলস প্রতীকে ২৭ হাজার ৮৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নাসরিন জাহান হাঁস প্রতীকে ১২ হাজার ৪৩২ ভোট পেয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১২ প্রার্থী নির্বাচনে অংশ নেন। উপজেলায় ৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ১৯ হাজার ৯৪২ জন।
গোয়াইনঘাট:
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা মনজুর আহমদ জানান, এই উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা শাহ আলম স্বপন ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪৫ হাজার ৯৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৮৬৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েস চশমা প্রতীক নিয়ে ৩০ হাজার ৫৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রমিক নেতা কুতুব উদ্দিন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৭০০ ভোট। অপর প্রার্থী যুবলীগ নেতা ফারুক আহমেদ তালাপ্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৮শ ৯৬ ভোট ও সংবাদ কর্মী ইসলাম আলী মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৯শ৬৪ ভোট।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি পদ্মফুল প্রতীক নিয়ে ২৫ হাজার ৪শ ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয়ম বেগম কলস প্রতীক নিয়ে পান ২৩ হাজার ১শ ২৫ ভোট। অপর প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম ফুটবল প্রতীক নিয়ে ২১ হাজার ৬শ ৩ ভোট পান।
এ উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। উপজেলায় মোট ভোটার ছিলেন ২ লাখ ২৯ হাজার ৯৪১ জন।
জৈন্তাপুর:
জৈন্তাপুর থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা মো: নূরুল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী (আনারস) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৯শ ৬ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১০ ভোট।
অপর প্রার্থী ব্যবসায়ী এম ইসমাইল আলী আশিক (দোয়াত কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৭ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে ব্যালট পেপারে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ এর নাম থাকলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবুও তিনি (ঘোড়া প্রতীক) নিয়ে পেয়েছেন ১৮৪ ভোট। অপর প্রার্থী আলহাজ্ব হোসেইন আহমদ (মোটর সাইকেল) প্রতীক থাকলেও তিনিও নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তিনি পেয়েছেন ১০৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে সাহাদ উদ্দিন সাদ্দাম (টিউবওয়েল) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৩ হাজার ৮শ ৮৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা কবির আহমদ (চশমা) প্রতীক