মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি:
রাউজান উপজেলা র ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ডাবুয়া কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসা র ৬৪ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে ২০ শে নভেম্বর বুধবার বাদে ফজর হইতে মাদ্রাসা শিক্ষা পরিচালক মাওলানা আবদুল গফুর সাহেব এর সঞ্চালনায়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ ফজুলুল হক সাহেব এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী, হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহা পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ খাসেমী, গাজী ইয়াকুব ওসমানী, হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা র প্রধান মুফতি আল্লামা মুফতি জসিম উদ্দিন, ফতেহপুর নাছিরুল ইসলাম মাদ্রাসা র পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আইয়ুব বাবু নগরী, চট্টগ্রাম জিরি মাদ্রাসার মহা পরিচালক মাওলানা খোবাইব সাহেব, মোজাহেরুল উলুম মাদ্রাসা র মহাদ্দিস মাও ক্বারী নুরুল্লাহ, মাও ওবায়দুল্লাহ রফীকি,মাও ফজলুর রহমান বয়ানী, মাও জোবাইর সাহেব, মাও আহমদ বিন সালাম, মা-ও মুফতি ইয়াকুব, মা-ও আবদুল মতিন সাহেব,মা-ও জাহেদুলাহ সাহেব, মাওলানা শফিউল আলম, মা-ও কাউছার ফতেহনগরী,মাওলানা মুফতি হোসাইন আহমদ, মাওলানা আবু জাফর সাহেব, মাওলানা ওসমান খলিলাবাদী, মাওলানা মুফিজুর রহমান, মাওলানা মাসউদ সাহেব, মাওলানা খালেদ সাহেব, মাওলানা আইয়ুব সাহেব চট্টগ্রাম উওর জেলা বিএনপির আহ্বায়ক জানাব মোহাম্মদ কামাল মিয়া,
ডাবুয়া ইউনিয়ন এর বিএনপির সিনিয়র সদস্য লোকামান মিয়া প্রমুখ।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ