রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)
রাজউকের পূর্বাচল উপশহরের ৩০০ফুট সড়ক নামে পরিচিত কুড়িল-কাঞ্চন সেতু সড়কের সুলপিনা ভুঁইয়া বাড়ি ব্রীজের উপর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল(ঢাকা মেট্টো ল- ৪৪-৯৯১০) চালক আব্দুর রহিম(২৬) ঘটনাস্থলে নিহত হয়। গতকাল ২০নভেম্বর বুধবার সকালে পূর্বাচল উপশহরে বেড়াতে এসে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে সে এ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী সোহাগ মিয়া(২৭) গুরুতর আহত হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহিম ভোলা জেলার বাংলাবাজার থানার জয়নগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। তারা ঢাকার উত্তর বাড্ডার সবজির গলিতে স্বপরিবারে ভাড়ায় থাকেন। আহত সোহাগ মিয়ার বাড়ি ঢাকার উত্তর বাড্ডা এলাকায়। তাকে উদ্ধার করে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আব্দুর রহিমের মাথা, হাত ও পা-সহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ