মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে কলোনীপাড়া এলাকার আত্রাই নদীর পাড় থেকে ক্ষত-বিক্ষত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আত্রাই নদীর পাড়ে শেয়ালে খাওয়া একটি নবজাতকের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
স্থানীয়রা বলেন, মঙ্গলবার সকালে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পান তারা। শিশুটির নিচের অংশ ও একটি হাত শেয়াল বা অন্য কোন হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। তবে মুখমন্ডলসহ উপরের অংশ অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তার অপকর্ম আড়াল করতে নবজাতকটিকে হত্যা করে সেখানে ফেলে যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।