পটুয়াখালীতে Animal Lovers Of Patuakhali -( ALP) এবং বন বিভাগের যৌথ অভিযানে কাছিম উদ্ধার এবং অপরাধীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আব্দুল মান্নান : পটুয়াখালী প্রতিনিধি
গতকাল ১৭.১১.২৪ তারিখ জনাব যথীন্দ্র কুমার বিশ্বাস ( বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট) এর তথ্য ও সার্বিক তত্বাবধানে এবং জনাব নয়ন মিস্ত্রি (রেঞ্জ অফিসার সদর, উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী) এর সহযোগিতায় পটুয়াখালী লঞ্চঘাটের নাবিলা ফিশ নামক দোকান থেকে ৩ টি দেশি কড়ি কাইট্টা এবং ১ টি সুন্দি কাছিম সহ একজন কে আটক করেন বন বিভাগ এবং Animal Lovers Of Patuakhali-ALP সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
এসময় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী আসাদুল্লাহ হাসান মুসা, আব্দুল কাইয়ুম এবং মো: তাজুল ইসলাম এ অভিজানে সহযোগিতা করেন ।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব চন্দন কর মহোদয় কাছিম আটক ও ক্রয়-বিক্রয়ের দায়ে নাবিলা ফিশ কে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত কাছিমগুলো সহকারী কমিশনার (ভূমি) মহোদয়, রেঞ্জ অফিসার সদর, সংগঠন এর সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইদের উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ