ঢাকাMonday , 18 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলষ্টেশন এলাকায় ককটেল বিষ্ফোরণ আহত ৩ আটক ৬

admin544
November 18, 2024 8:40 am
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেল ষ্টেশন এলাকায় ককটেল হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে ৩জন আহত হয়েছে। এসময় উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।এঘটনায় ৬জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নাচোল রেল ষ্টেশন এলাকায়। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, নাচোল রেল ষ্টেশন এলাকার রজব-সিফাত-জসিমের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে।এই বিরোধকে কেন্দ্র করে দুদিন ধরে একপক্ষ আরেক পক্ষের লোকজনকে মারধর করে। এরই জের ধরে আজ রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি এলাকার ২০-২৫জনের একদল সন্ত্রাসী নাচোল রেলষ্টেশন এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায় এবং একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে। এতে অন্তত ৩’জন আহত হয়। এসময় স্হানীয়  জনতা মাইকে ঘোষণা দিয়ে জমায়েত হয়ে দুই সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দেয় এবং ৭টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।পরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থল  থেকে ৬জনকে আটকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে এলাকায় থমথমে অবস্থাবিরাজ করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে নাচোল থানার ওসি মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিজমা নিয়ে পারাবারিক বিরোধের জের ধরে ককটেল হামলার ঘটনা ঘটেছে এবং এঘটনায় ৬জনকে আটক করা হয়েছে।এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরি¯িতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।