ঢাকাSunday , 17 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে বাড়িতে প্রবেশের দাবিতে ছোটভাইয়ের মানববন্ধন

admin544
November 17, 2024 7:18 pm
Link Copied!

মোঃ দুলাল আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাবার বাড়িতে প্রবেশের দাবিতে মানববন্ধন করেছে এক যুবক ।গত ১৮ দিন যাবত সে তার শিশুকন্যাকে নিয়ে গৃহহীন অবস্থায় রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ১৩ দিন পর আবারও রোববার বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী।এরআগে তাকে বাড়িতে প্রবেশের সুযোগ দেওয়ার দাবিতে গত ৪ নভেম্বর মানববন্ধন করে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মৃত মজিবুর রহমানের ছেলে সোহেল জানায়, গত ৩১ অক্টোবর সে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করার সময় তার বড়ভাই সুজন তার ছয় বছর বয়সী শিশু কন্যা সামিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি তালাবদ্ধ করে রাজশাহী চলে যায়। সেদিন থেকে রোববার (১৭ নভেম্বর) পর্যন্ত সে শিশু কন্যাকে নিয়ে প্রতিবেশীদের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় সে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান।এরআগেও তার বড়ভাই তাকে মাদকাসক্ত তকমা দিয়ে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করতে শিশুকন্যাসহ অপহরণ করে। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি জানান।ছোট ভাইয়ের অভিযোগ প্রসঙ্গে বড়ভাই সুজন জানায়,ছোটভাই সোহেলের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, সে মাদকাসক্ত ও মানসিক রোগী। তাকে সংশোধন করতেই আমাদের এ উদ্যোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।