নিজস্ব প্রতিবেদকঃ
বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের শুভডাঙ্গা ইউনিয়নের কাগজিপাড়া হতে গাঁজা ও হোমিওপ্যাথিক পোটেন্সি অ্যালকোহলসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ ই নভেম্বর) রাতে বাগমারা উপজেলার হাটগাঙ্গাপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাভুক্ত বিভিন্ন জায়গায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন আইসি আকরাম আলী।
এ অভিযানে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আকরাম আলী এর নেতৃত্বে এসআই উৎপল কুমার সরকার, এসআই সেকেন্দার আলী, রতন কুমার বর্মন সহ সঙ্গীয় ফোর্স রাত ১১ টা ১৫ মিনিটের দিকে শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর কাগজিপাড়া গ্রামের সেফাতুল্লাহ এর ছেলে জালাল হোসেন (৩৫) কে ১০০ গ্রাম গাঁজা ও ২০০পিচ পোটেন্সি অ্যালকোহলসহ গ্রেফতার করেন। পুলিশ জানায়, জালাল হোসেন প্রকৃতপক্ষে চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের আইসি আকরাম আলী বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ