মোঃ মোফাজ্জল হোসেন(কেন্দুয়া) নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাইকুড়া ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৬ নভেম্বর) বিকালে পাইকুড়া ইউনিয়ন তাঁতী দলের উদ্যোগে পাইকুড়া বাজার সংলগ্ন এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে জেলা তাঁতী দলের সদস্য মোঃ আব্দুস ছালাম খানের সভাপতিত্বে ও পাইকুড়া ইউনিয়ন জিয়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ শরিফুল আজম মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ আব্দুর রহমান ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ আজহারুল ইসলাম ।বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাইনুল কবীর রিফাত। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে বিএনপির বিভিন্ন নেতাকর্মী নারকীয় নির্যাতনের শিকার হয়েছেন । অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা মুক্ত হয়েছি । এখন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলামের নেতৃত্বে দলকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে । এরপর দ্বিতীয় অধিবেশনের শুরুতে পাইকুড়া ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক কমিটির মোঃ মোতাহার হোসেন ভূঁইয়া আহ্বায়ক, মোঃ জহিরুল ইসলাম সেনাকে সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয় তপন মিয়াকে । এ সময় উপস্থিত ছিলেন, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন সালাম, পাইকুড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাহেদ আলী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃফরাজ মেম্বার, যুবদল নেতা মোঃ শরীফ উদ্দিন, পাইকুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক শরীফ মিয়াসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী ।