ঢাকাSaturday , 16 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

সত্যের পক্ষে নির্ভয়ে লিখুন, আমার বিরুদ্ধেও লিখতে ভয় পাবেন না – হিলালী

admin544
November 16, 2024 4:35 pm
Link Copied!


মোঃ মোফাজ্জল হোসেন(কেন্দুয়া) নেত্রকোণা প্রতিনিধিঃ
সাংবাদিকদের উদ্দেশ্যে সাহসী বার্তা দিয়েছেন বিএনপির’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, আপনারা যা লিখবেন “সত্যের পক্ষে লিখবেন, সেটা যদি আমার বিরুদ্ধেও হয়, নির্ভয়ে লিখবেন।” এই বক্তব্যের মাধ্যমে তিনি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার নৈতিকতা ও সত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে, প্রেসক্লাব অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি আরও বলেন, একজন রাজনীতিবিদের কাজ শুধু জনগণের সেবা করা নয়, বরং জনগণের সামনে জবাবদিহিতাও নিশ্চিত করা। “সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের কাজ সত্যটা তুলে ধরা, সেটা যার পক্ষেই হোক না কেন। আমি চাই, আপনারা সত্য প্রকাশে সাহসী হোন। আমার কোনো কাজ যদি ভুল হয়, সেটাও নির্ভয়ে তুলে ধরুন।”বিএনপি নেতা হিলালী’র মতে, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি কারণ আমরা এমন একটি সময়ে বাস করছি, যেখানে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে আমি বিশ্বাস করি, প্রকৃত সাংবাদিকরা কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। তারা সব সময় সত্যের পক্ষে থাকবেন এবং জাতিকে সঠিক দিশা দেখাবেন। আমি সাংবাদিকদের প্রতি অনুরোধ করছি, আপনারা যেন কোনো ভয় বা চাপের মুখে মাথানত না করেন। সাংবাদিকতা এমন একটি পেশা, যেখানে সাহস ও সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন্দুয়া প্রেসক্লাব ও মতবিনিময় সভার সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মো. আব্দুল হাই সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পালা নাট্যকার রাখাল বিশ্বাস, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির ও আশরাফ উদ্দিন ভূইয়া বলেন, বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালী’র এই বক্তব্য কেবল সাংবাদিকদের জন্য নয়, বরং রাজনীতিবিদদের জন্যও একটি বার্তা বহন করে। এটি রাজনীতিবিদদের আরও জবাবদিহি হওয়ার প্রয়োজনীয়তা এবং সত্য প্রকাশে বাঁধা না দেয়ার গুরুত্ব তুলে ধরে। তাঁর এই সাহসী আহ্বান কেন্দুয়া’র সাংবাদিকতার নৈতিকতাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। এসময় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সভাপতি সুনীল পোদ্দার, অর্থ সম্পাদক মতিউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খান, পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা ও অন্যান্য সাংবাদিকবৃন্দ সহ উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর যুবদলের আহ্বায়ক শান্তি খান, যুগ্ম আহ্বায়ক নুর আলম জেসি সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।