পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ
রাজশাহীর পুঠিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে বিড়ালদহ কলেজ মাঠে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ আকবর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্যার এ এফ রহমান হল শাখার সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার রহমান ভুট্টো।
সমাবেশে বক্তারা আওয়ামীলীগের অত্যাচার সম্পর্কে তুলে ধরেন। তারা বলেন আওয়ামী লীগ দেশে দুঃশাসন করেছে। তারা গনতন্ত্রের নামে মাফিয়াতন্ত্র চালু করেছিল।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান,
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মিঠু।
পুঠিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.এস.এম. আব্দুল্লাহ্।
পুঠিয়া পৌর শ্রমিক দলের সদস্য সচিব শ্রী সুজন কুমার ঘোষ।পুঠিয়া উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান জনি।
রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পুঠিয়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দোহা খান বাবু।
পুঠিয়া পৌর ছাত্রদলের সদস্য মনিরুল ইসলাম।
পুঠিয়া পৌর কৃষকদলের সদস্য তরিকুল ইসলাম আলো।পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন জামিল।পুঠিয়া পৌর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ।
পুঠিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া।পুঠিয়া পৌর ছাত্রদলের সদস্য সুলতান খান ইমন।পুঠিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান হক রুবেল।