ঢাকাSaturday , 16 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জাতীয় সেরা তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত।

admin544
November 16, 2024 8:37 pm
Link Copied!

হবিগঞ্জে জাতীয় সেরা তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রতিনিধি: মো: মুজিবুর রহমান।

সেরা তাহফিজ ফাউন্ডেশন প্রতিযোগিতা ও পুরস্কর বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী মাদরাসাতু দারিল আমান মাদরাসার মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা তাহফিজ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নেন। উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন: বদরুর রেজা সেলিম সাহেব।অধ্যক্ষ নূরে মোহাম্মাদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, বনগাঁওব,সেরা তাহফিজ ফাউন্ডন্ডেশনের মহাসচিব,ক্বারী আসাদুজ্জামান।সাধারণ সম্পাদক: ক্বারী হাবিব আদনান। মীর মুদ্দাসসীর আহমদ-এর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উস্তাদুল হুফফাজ,হাফেজ রহমান আলী সাহেব।আয়োজন কমিটির পক্ষে ছিলেন।হাফেজ: জামাল হোসাইন ফয়সাল।হাফেজ মীর মুদ্দাসীর আহমেদ। হাফেজ: সাইফুর রহমান। হাফেজ: আল আমিন সাঈফী। হাফেজ: আবু বক্কর সিদ্দীক। হাফেজ: নাজীম উদ্দিন।,হাফেজ: আব্দুল মুমিন জয়নুর।,হাফেজ: সাদেক আল হুসাইনি। বিচারক মন্ডলী হিসাবে যারা ছিলেন , হাফেজ কারী সাব্বির আহমেদ উসমানী। হাফেজ হেলাল, ,হাফেজ আশরাফুল ইসলাম রাজন।হাফেজ মারুফ আহমেদ।প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে প্রায় ৩৫০ জন প্রতিযোগীর অংশগ্রহনে হবিগঞ্জ থেকে। এর মধ্য হবিগঞ্জ জেলা থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন ৬৬ জন।আগত সেরা হুফফাজ ফাউন্ডেশনের বিচারকদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে সেরা তাফফিজ প্রতিযোগিতা সমাপ্তি হয়। এসময় সেরা তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিনিধিগন,ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।