রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আমরাই কিংবদন্তি অরন্যে একদিন
এসো মিলি প্রানের স্পন্দনে
কাটুক সময় আত্নার বন্ধনে’ এই স্লোগানকে সামনে রেখে স্কুল জীবনের সেই পুরোনো বন্ধুদের সাথে মিলন মেলায় মেতেছে ঢাকাসহ সারাদেশের এসএসসি -২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচ বন্ধুরা।
শুক্রবার (১৫ নভেম্বর) দেশের অন্যতম বিনোদন কেন্দ্র পূর্বাচল সী শেল পার্কে আমরাই কিংবদন্তী'র ৮ম বর্ষে পদার্পণে মিলন মেলার আয়োজন করা হয়েছে। ‘এসএসসি ব্যাচ-২০০০ ব্যাচ ও এইচ এসসি ২০০২ ‘এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন। এ মিলনমেলার উদ্দেশ্য ছিল হারানো বন্ধুদের ফিরে পাওয়া, হারিয়ে যাওয়া সেই বন্ধুটিকে খুঁজে পাওয়া।
স্বাগতিক বক্তব্যে ----++ তার অভিব্যপ্তি প্রকাশ করে বলেন, বন্ধুত্বের এমন সম্পর্ক আমি পূর্বে কখনো দেখিনি। আমি এই গ্রুপের সাফল্য কামনা করছি। তিনি আরও বলেন, এটা কোন রাজনৈতিক প্লাটফর্ম নয়, এটা হলো বন্ধুত্বের প্লাটফর্ম।
অনুষ্ঠানে গ্রূপের মডারেটরগণসহ সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।
মিলন মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলেন, শিশু, নারী ও পুরুষদের জন্য নানান খেলা।
খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
আয়োজনের শেষ পর্যায় বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় নামিদামি শিল্পীরা।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ