মোঃ শিহাব উদ্দিন টোকন
বিশেষ প্রতিনিধি
নাটোরে উপজেলা বড়াইগ্রামের ৬ নং গোপালপুর ইউনিয়ন এর রাজাপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য বিতরণ কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ ঘটনা ঘটেছে,
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায় যে, আজ বেলা ১:০০ টার সময় (১৩নভেম্বর ) বড়াইগ্রাম থানার বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ সামসুল আলম রনি এর অনুসারী ১। মোঃ বিল্লাল(৪০) মেম্বার ইউনিয়ন যুবদলের সভাপতি ২। ইউসুফ (২৮)পিতা বক্কর গ্রাম ফরিদপুর থানা ঈশ্বরদী জেলা পাবনা ৩। বিজল(২৮) পিতা মাসুম গ্রাম, পূর্ণ কলস, ৪। কানন পিতা কামাল হোসেন গ্রাম, পূর্ণ কলস, থানা ছাত্রদলের সদস্য সচিব, ৫। রতন সরকার(২৪), পিতা, রিপন গ্রাম পুর্নকলস ইউনিয়ন ছাত্রদল সভাপতি, ৬।শামীম,(৪০) পিতা মৃত নুরুল গ্রাম পূর্ণ কলস ৭। জামাল (৪২)পিতা কাজিম শেখ গ্রাম, শেখ পাড়া, ৮। ইমন (২৮)পিতা কাদের দারোয়ান শিবপুর সহ অজ্ঞাতনামা ৩০-৪০ জন।
৬ নং গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আজহার আলী খলিফা এর অনুসারী তার ছেলে১। মোঃ সাইফুল ইসলাম সাবেক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ২। মোঃ শাহিনুর রহমান সদস্য সচিব বড়াইগ্রাম থানা স্বেচ্ছাসেবক দল ৩। মোঃ আব্দুল বারী পিতা মৃত সেহের আলী ৪। মোঃ আজিজুল খলিফা পিতা ৫। মোঃ হাসমত খলিফা মোহাম্মদ রুবেল খলিফা পিতা হাসমত খলিফা উভয়গ্রাম অর্জুনপুর সহ অগ্যতনামা ১৫-২০ জন দের মধ্যে কথা কাটাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে এর এক পর্যায়ে বিজল এর হাতে থাকা পিস্তল দিয়ে গুলি ছুঁড়লে গুলিটি মোঃ রুবেল পিতা মোঃ হাসমত খলিফার এর বাম হাতে উপরের অংশে লেগে জখম হয়।
এলাকা সূত্র জানা যায় যে, রনি গ্রুপের উপরোক্ত ছেল গুলো রাজাপুর বাজারে গত ৫ ই আগস্ট এর পর থেকে বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন টিসিবির পণ্য সহ অন্যান্য ভাতা নিয়ে একক আধিপত্য বিস্তার করে আসছিল। এই বিষয় নিয়ে দ্বিতীয় পক্ষের বিএনপি’র নেতাকর্মীরা বিভিন্ন প্রকার বাধা দিয়ে আসছে, তাছাড়াও তাদের মধ্যে চাপা খোভবিরাজ করচ্ছিল।
এই বিষয় নিয়ে রাজাপুর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সহিংসতা ঘটনা ঘটতে পারে, বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সমস্ত এলাকায় গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে।