ঢাকাThursday , 14 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

গুণীজন সংবর্ধনার মধ্যে দিয়ে পালিত হলো উত্তরবঙ্গ প্রতিদিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী

admin544
November 14, 2024 6:36 pm
Link Copied!

তন্ময় দেবনাথ রাজশাহী

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে উত্তরাঞ্চলের শীর্ষ স্থানীয় নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে আজ বুধবার ১৩ই নভেম্বর সন্ধ্যা ৬টায় রাজশাহী মহানগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে উত্তরবঙ্গ প্রতিদিন পরিবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ও গুণীজন সংবর্ধনার এক বিশাল আয়োজন করে।

উত্তরবঙ্গ প্রতিদিনের প্রধান সম্পাদক এম.এ.হাবিব জুয়েলের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেন্য সাংবাদিক,লেখক ও মুক্তিযোদ্ধা বিষয়ক বিশ্লেষক আহমদ শফীউদ্দিন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহীর আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সিনিয়র সাংবাদিক দৈনিক বার্তা’র মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বিশিষ্ট সাংবাদিক ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন, সিনিয়র সাংবাদিক দৈনিক সমাচার পত্রিকা ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ, স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্ত, স্যাটেলাইট টেলিভিশন আরটিভির রাজশাহী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রকি, এশিয়ান টিভির ক্যামেরা পার্সন ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, তরুণ রাজনীতিবিদ আরিফুজ্জামান সোহেল আরিফ।

এসময় প্রধান অতিথি আহমদ শফীউদ্দিন তার বক্তব্যে বলেন – সাংবাদিকতা সব সময় একটি আলোচিত পেশা। সমাজের একদল মানুষ সব সময় ঘটমান বাস্তবতাকে সবার সামনে উপস্থাপন করছেন। ব্যাপক জনগোষ্ঠীর কাছে কোনো একটি ঘটনা পৌঁছানোর আগে একবার তাদের হাতে এর ‘ফিল্টারিং’ হয়। যদিও বর্তমানে সাংবাদিকদের প্রশিক্ষণ নেয়ার সুযোগ কম। ফলে সাংবাদিকতা সম্পর্কে নবীনদের ধারণা কম থাকে বিধায় নবীন সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে সুশিক্ষিত সাংবাদিক গড়ার কাজে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ গোলাম মোস্তফা মামুন বলেন – সন্ত্রাস ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়তে প্রত্যেকটি সাংবাদিকের ভূমিকা অনন্য। বিধায় গনমাধ্যম যেন গনজাগরণের মঞ্চ হয় সেটাই আমাদের লক্ষ্য রাখা উচিৎ।

এ সময় রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ তাদের বক্তব্যে বলেন – একজন সাংবাদিক দেশ ও জাতির দর্পন । বিধায় একটি পত্রিকা মানেই সাংবাদিক গড়ার কারিগর। তাই প্রতিটি পত্রিকার সম্পাদকমন্ডলীর উচিৎ যুগোপযোগী সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও জাতিকে বিশ্বের দরবারে সমুন্নত রাখা।

প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সন্মানিত অতিথিদের বক্তব্য শেষে উত্তরবঙ্গ প্রতিদিনের পক্ষ থেকে বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট পশু চিকিৎসক, সমাজসেবক ও প্রবীণ এবং নবীন সাংবাদিকদের ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উক্ত অনুষ্ঠানে গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন – উত্তরবঙ্গ প্রতিদিনের প্রকাশক হামিদা হাবিব খান, ভেট সার্জন ডাক্তার আক্তার, সমাজসেবক আজিজুর রহমান, প্রফেসর এগলাছুর রহমান (প্রেমতলি ডিগ্রী কলেজ), ওয়ান লাইফ বিডি ডটকমের স্বত্বাধিকারী – চঞ্চল, রকি, সালাম, জাহাঙ্গীর, সার্বজনীন সমাজ কল্যান ফাউন্ডেশনের (প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত) প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহন শাহরিয়ার, প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের একাডেমিক কোয়ার্ডিনেটর আদনান আল হাকিম, তরুন উদ্যোক্তা ও পেট ওয়ার্ল্ডের পরিচালক এসএম মিনারুল ইসলাম, ভেট সার্জন ডাক্তার শাফিউল ইসলাম, রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সভাপতি ও জনতা কথার সম্পাদক এহসান হাবিব তারা, সমাজসেবক মফিজুল ইসলাম মুন্না, দৈনিক প্রতিদিনের কাগজের রাজশাহী প্রতিনিধি রাজিব আলী রাতুল, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মাসুম, উত্তরবঙ্গ প্রতিদিন অফিস স্টাফ নাজমুস সাকিব, উত্তরবঙ্গ প্রতিদিনের বার্তা সম্পাদক রমজান আলী, উত্তরবঙ্গ প্রতিদিনের মহানগর প্রতিনিধি তন্ময় দেবনাথ, উত্তরবঙ্গ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিটলার, উত্তরবঙ্গ প্রতিদিনের বিজ্ঞাপন ম্যানেজার আনোয়ার ও আলাল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।