আব্দুল মান্নান: পটুয়াখালী
পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি রাস্তা দখল করে ফ্রিজ রাখা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণ করায় জাফর মৃধা (৪৫) নামে এক মুদি দোকানীকে ২ মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এই কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে, কুয়াকাটা চৌরাস্তা এলাকায় মৃধা স্টোরের স্বত্তাধিকারী জাফর মৃধা সড়ক দখল করে ফ্রিজ রেখে ব্যবসা করে আসছিলেন। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই দোকানের সামনে গিয়ে সড়ক থেকে ফ্রিজ সরাতে বলেন। কিন্তু ওই দোকানী ফ্রিজ না সরিয়ে উল্টো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, ‘১৫ নভেম্বর কুয়াকাটায় রাসমেলা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক দখল করে ফ্রিজ রাখতে দেখে ওই দোকানীকে তা সরাতে বলা হয়। কিন্তু তিনি তা না সরিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটায় ৩-৪ দিন আগে অবৈধ অনেক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যটন এলাকার সৌন্দর্য্য ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ