ঢাকাThursday , 31 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাবা-মেয়েরমৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে-৪

admin544
October 31, 2024 6:09 pm
Link Copied!

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইসমাইল হোসেন ও সোহেল মিয়ঢা নামে দুই ভাইয়ের মৃত্যুর পর এবার বাবা বাবুল মিয়া ও মেয়ে তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে ।  বুধবার বিকেলে এবং বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে। বর্তমানে মুন্নি আক্তার ও সেলিনা বেগম নামের আরো দুইজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
নিহত ও আহতরা সকলে একই পরিবারের। তাদের বাড়ী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর এলাকায়। তারা রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় বসবাস করতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় ভাড়াটিয়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় একই পরিবারের স্বামী মোহাম্মদ বাবুল, স্ত্রী মোছাম্মৎ সেলিনা,  ছেলে ইসমাইল, সোহেল, মেয়ে মোছাম্মৎ তাসলিমা, ও মুন্নী দগ্ধ হয়। মঙ্গলবার সকালে  ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। বুধবার ও বৃহস্পতিবার বাবুল মিয়া ও মেয়ে তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে ।  এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জন। মুন্নি আক্তার ও সেলিনা বেগম নামের আরো দুইজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
নিহত মোহাম্মদ বাবুলের ভাই মঙ্গল মিয়া বলেন, ভাই, ভাতিজা ও ভাতিজির মৃত্যুতে তাদের গ্রামের বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে। ########
তাং ৩১/১০/২০২৪ ইং

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।