মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
“পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজকে গড়ো” এ প্রতিপাদ্য কে সামনে রেখে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড শাহনেয়ামতুল্লাহ কলেজে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেন বসুন্ধরা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ইকর’অ স্বেচ্ছাসেবক সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন, সভাপতি ওবায়দুল হক, সহ-সভাপতি শাহিনুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হুদা সনি, সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হাসান লিবন, সহ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসিব ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক আরিফুর রহমান, সহ অর্থ সম্পাদক মইনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতি ওবায়দুল হক জানান উৎসবমুখর পরিবেশে সংগঠনের উদ্যোগে প্রথম বারের মতো বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসুচিতে ১০৯ জনকে বিনামূল্য রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে। উক্ত রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হবে। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দেয়ার আশ্বাস দেন।