মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি,
নওগাঁর বদলগাছীতে ডিলাররা ব্যাংকে টাকা জমা দিয়েও খাদ্যবান্ধব কর্মসূচির চাল তুলতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। তারা ব্যাংক চালান রশিদ জমা করতে পারছেন না উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। আট দিন অতিবাহিত হলেও এর সমাধান না হওয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৭৭৫৫ জন উপকারভোগী চাল পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির জন্য উপজেলার আটটি ইউনিয়নে দুটি করে ১৬ জন ডিলার নিয়োগ রয়েছে। অবশেষে গত শুক্রবার পূর্বের ডিলারদের নিকট চাল উত্তোলনের চিঠি প্রেরণ করা হয়।
অবশেষে সকল জপ্লনা কল্পনা শেষে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন ও চাল বিতরণ করা হয়েছে।
জানা যায়, আজ রবিবার বদলগাছীতে সকল জপ্লনা কল্পনা শেষে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন ও চাল বিতরণ করা হয়েছে।
উপজেলার সকল ইউপিতে একযোগে সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত ৭৭৫৫ উপকারভোগীর মাঝে মাথাপিছু ৩০ কেজি করে মোট ১২০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
তন্মধ্যে বদলগাছী সদর ইউপির ডিলার জামিল হোসেন চাল বিতরণ করেন ৪৯৭ জনকে এবং ডিলার এরশাদ চাল বিতরণ করেন ৪৯৮ জন উপকারভোগীর মাঝে। বদলগাছী সদর ইউপির মোট ৯৯৫ জন উপকারভোগীর মাঝে এই চাল বিতরণ করা হয়েছে।
বদলগাছী সদর ইউপির ডিলার জামিল হোসেনের ডিলারশপে ট্রাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা আসিফ আল মুমিনের উপস্থিতিতে সকাল ১০ টায় চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন. বদলগাছী কার মাইক্রো কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন, বদলগাছী মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু সহ প্রমুখ।
এবিষয়ে সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জানান, বদলগাছীতে ২ ডিলারের মাধ্যমে ইউপির ৯৯৫ জন উপকারভোগীর মাঝে মাথাপিছু ৩০ কেজি করে চাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার অভিযোগ ও অনিময়ের কথা শোনা যায় নি।
উক্ত বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলার জামিল হোসেনের ট্রাগ অফিসার আসিফ আল মুমিন জানান, ডিলার জামিল হোসেনের এখানে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চাল বিতরণ করা হয়েছে। এখনো কোনো অনিয়ম পাওয়া যায় নি।
উক্ত বিষয়ে উপকারবোগী বেলাল, ময়েন ও নজরুল জানান,দীর্ঘদিন পর আবারও আমরা খাদ্যবান্ধব কর্মসূচী পেয়েছি এতে আমরা অনেক খুশি। তবে আজকে আগের থেকেও সুষ্ঠু ও সুন্দরভাবে চাল বিতরণ করা হয়েছে।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ