মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি:
নোয়াখালী তে বন্যার্তদের পাশে দাড়ালেন মুসাইদা ফাউন্ডেশন । সাম্প্রতিক বন্যায় ফেনী,কুমিল্লার মতো পানি বন্দী হলেন নোয়াখালী র লক্ষাধিক মানুষ।
ভয়াবহ বন্যার চিএ দেখে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাড়াঁতে এই সংগঠনের সভাপতি লায়ন আবু হাছান এর নেতৃত্বে নোয়াখালীর লক্ষীপুর, রামগতি ও চাটখীলে হাজারো পরিবারের পাশে রান্না করা খাবার ও শুকনো এাণ সামগ্রী নিয়ে ছুটে যান সদস্য রা। তাদের মানবিক কাজে সহায়তা করেছেন এলাকাবাসী, প্রবাসী,ও বন্ধু মহল। সকলের আর্থিক সহযোগিতায় সংগঠনে কর্মকর্তা ইকবাল হোসেন, আবদুল কাদের রুবেল, আবদুল নূর বাপ্পু, হাসিব, ওমর ফারুক, সোহেল, নাবিল, ইউসুফ, ইমরান সহ সংগঠনের সদস্যরা নিথ্যপ্রয়োজনীয় এান সামগ্রী যেমন চিড়া,মুড়ি,গুড়,বিস্কুট, বিশুদ্ধ পানি,চাল,ডাল,তেল,পিয়াঁজ,খাবার স্যালাইন,জরুরি ঔষধ,গামছা সহ রান্না করা খাবার নিয়ে নোয়াখালীর লক্ষীপুরের বন্যা কবলিত বিভিন্ন ইউনিয়নে গিয়ে তাদের হাতে ভালোবাসার উপহার হিসেবে এসব এাণ সামগ্রী তুলে দেন।
সংগঠনের সভাপতি আবু হাসান বলেন :বন্যার্ত মানুষদের জন্য ইনশাআল্লাহ যতটুকু সম্ভব কাজ করে যাব ইনশাআল্লাহ।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ