মোঃ মশিউর রহমান (মিঠু) ভ্রাম্যমাণ প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সমাবেশ, আলোচনা সভা, দোওয়া মাহফিল, বিক্ষোভ মিছিল ও আগামী ৫ জুন মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট সভাপতিত্ব করেন। সেখানে দোওয়া মাহফিল শেষে বাসস্ট্যান্ডে পথচারিদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এসময় একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সাধারণ জনতার মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
অন্যদের মধ্যে এসব কর্মসূচিতে নেতৃত্ব নেন সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, প্রচার সম্পাদক আমিন ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী রওশন জাহান, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হাতুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মাস্টার, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
বদিউজ্জামান সবুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মী, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম প্রমুখ।