মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি,
নওগাঁর বদলগাছীতে বোনের বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানাযায়,
বদলগাছী উপজেলার কোলা ইউপির কয়াভবানী পুর গ্রামের মৃত.গিয়াস উদ্দিন সোনারের মেয়ে সুরাইয়া বেগম (৪২)দীর্ঘ দিন ধরে তার বাবার বাড়িতে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন। সুরাইয়ার ভাই সাবেক মেম্বার সাইফুল ইসলাম তার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। এর পর সুরাইয়া বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস
করছিল। কয়েক মাস পূর্বে সুরাইয়া তার বাবার সম্পত্তির তার অংশ দাবি করে। সুরাইয়ার ভাই সাইফুল বোনের ভাগের জমির অংশ দিতে অস্বীকৃতি জানায়। স্থানীয়রা উভয়পক্ষ কে নিয়ে গ্রামসালিশের মাধ্যমে দুইশতক জমি সুরাইয়াকে বের করে দেয়। সুরাইয়া সেই জমিতে মাথাগোঁজার ঠাই হিসেবে বসতবাড়ি তৈরি করেন।
গত ২০শে মে দুপুর ২টায় সাবেক মেম্বার সাইফুল ও তুষার হোসেন হঠাৎ সুরাইয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে উচ্ছেদ করার চেষ্টা চালায় । এসময়
বিবাদীরা সুরাইয়ার স্বামী আরেফিন সহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এঘটনার পর থেকে গৃহবধূ সুরাইয়া তার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতাই
ভুগছে বলে অভিযোগ তুলেছেন।
স্থানীয় ভুট্টু,দুলাল,হাসান,শরিফুল সহ আরও অনেকে জানান, সুরাইয়া মেয়ে হিসেবে তার বাবার সম্পত্তির একটা অংশ পাবে। তার ভাই সাইফুল বোনের অংশের জমি না দেওয়ার কারনেই দুই-ভাই বোনের মধ্যে বিবাদ লেগেই থাকে। জমাজমি নিয়ে দ্বন্দ্বের জের ধরেই সাবেক মেম্বার সাইফুলও তার ভাতিজা তুষার সুরাইয়ার বসতবাড়িতে হামলা করে ভাংচুর করেছে।
এবিষয়ে বাদী সুরাইয়া বলেন, আমার ভাই সাইফুল ও ভাতিজা তুষার হঠাৎ আমার বসতবাড়িতে হামলা করে বেশ কিছু জিনিসপত্র ভাংচুর করে। বসতবাড়ি উচ্ছেদসহ প্রাণনাশের হুমকি দিয়েছে ।
বিবাদী সাইফুল ইসলাম বলেন, আমার বোনের বাড়িতে হামলা এবং ভাংচুর কোনটাই করিনি। তারা আমার বিরুদ্ধে থানায় মনগড়া অভিযোগ দিয়েছে।
এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবুর রহমান জানান, ঐ ঘটনায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ