ঢাকাWednesday , 8 May 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

মা বাবার সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা।

admin544
May 8, 2024 10:42 pm
Link Copied!

জেলা প্রতিনিধি জসিম উদ্দিন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মা বাবার সঙ্গে অভিমান করে পিয়া আকতার (১৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়জোয়ারা মাদ্রাসার সামনের বাড়ি এ ঘটনা ঘটে। নিহত পিয়া আকতার ওই এলাকার কৃষক নুরুল কবিরের মেয়ে।

দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলমগীর ও মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, ” মঙ্গলবার (৭ মে) পারিবারিক বিষয় নিয়ে পিয়া আকতারের বাবা নুরুল কবির ও মা খুরশিদা বেগম তাকে বকুনি দেয়। বুধবার সকালে পিয়া আকতারের বাবা-মা পার্শ্ববর্তী বিলে সবজি ক্ষেত পরিচর্যা করতে গেলে সে অভিমান করে ঘরের জানালার গ্রীলের সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয়। সবজি ক্ষেত পরিচর্যা শেষে ঘরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে ওড়না কেটে নিচে নামানোর পর দেখেন পিয়া আকতার মৃত অবস্থা দেখা যায়।

খবর পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, “নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। গলায় ওড়না প্যাঁচানোর দাগ রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।