আব্বাস উদ্দিন:(সরাইল উপজেলা প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামীকাল বুধবার নির্বাচন। তাই মঙ্গলবার দুপুর ১২ টায় কেন্দ্রের মালামাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বুধন করা হয়েছে। উদ্ধুধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুবুল হক।
৯টি ইউনিয়নের ৮৪ টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্ট সকলেই নির্বাচনের সকল মালামাল বুঝে নিচ্ছেন। সাথে যাচ্ছেন পুলিশ ও আনসার সদস্যরা। নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভঁইয়া ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যে কোন ধরণে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সমগ্র উপজেলায় ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, পুলিশের ৩৪ টি মোবাইল টিম সহ র্যাব সদস্য সর্বক্ষণ মাঠে কাজ করবেন।