মোঃ শিহাব উদ্দিন
নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুরে দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (ভিপি) আরিফুল ইসলাম আরিফকে শোকজ করা হয়েছে।
গত ২ মে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়। দলের প্যাডে লিখিত চিঠিতে বলা হয় গত ১৫ এপ্রিল অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোন ধরনের নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু সে সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে যাওয়ায় আরিফকে পত্র পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে শনিবার ৪ মে দুপুরে ভিপি আরিফুল ইসলাম আরিফের কাছে জানতে চাইলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আশা ব্যক্ত করে তিনি জানান বিএনপি একটি নির্বাচনমুখী দল। দীর্ঘদিন যাবত নির্বাচন থেকে দূরে থাকায় এলাকার কর্মী সমর্থকরা দল থেকে দূরে সরে যাচ্ছে। তাই তৃণমূলের ভোটার সমর্থকদের অনুরোধে আমাকে নির্বাচনে আসতে হয়েছে। আমি অতি দ্রুত সময়ের মধ্যে ওই শোকজের উত্তর দিব।