মোঃ ইলিয়াস মোল্লা
বিশেষ প্রতিনিধি (গাজীপুর)
আজ (তিন) ৩ ই এপ্রিল ২০২৪ রোজ শুক্রবার গাজীপুরের জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের আউটারে কাজী বাড়ি বাজার সংলগ্ন ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে দুটি ট্রেনের সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া তেলবাহী মাল ট্রেন।ও জয়দেবপুর জংশন স্টেশন থেকে ঢাকা অভিমুখী ছেড়ে যাওয়া টাঙ্গাইল কমিউটার এম টি রেক একই লাইনে মুখোমুখির সংঘর্ষের ঘটনা ঘটে। এত করে তাৎক্ষণিক হাতাহাতের কোন ঘটনা ঘটেছে এমন কথা শোনা যায়নি। তবে লোকমুখে শোনা গেছে যে একজন এল এম অর্থাৎ (লোকো মাস্টার যাকে বলে) সাহেব ঘটনাস্থলে আহত হলে উনাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাৎক্ষণিক পার্শ্ববর্তী লোকজনের সাথে কথা বলে জানা যায় যে দুটি ট্রেন একই রাস্তায় চলে আসা এই দুর্ঘটনা ঘটে তবে মালগাড়ি আর খালি রে এক থাকায় কোন হতায়াতের ঘটনা শোনা যায়নি। এবং তাৎক্ষণিক ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসতেছিল আসা পর্যন্ত উদ্ধারকাজ ব্যাহত ছিল। শোনা যায় যে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ট্রেন দুটি উদ্ধার কাজ শুরু করবেন। এবং সরজমিনে ঘুরে দেখা যায় যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হাওয়ায় গাড়ি দুটি ইঞ্জিন অর্থাৎ (লোকো যাকে বলা হয়) অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। এবং টাঙ্গাইল কম্পিউটার ট্রেনের অনেক কয়টা বগি ভেঙে তুষমার হয়ে যায়। এমনকি এই ঘটনা কিভাবে ঘটেছে তা ততক্ষণ পর্যন্ত জানা যায়নি তবে পরবর্তীতে ঘটনাটি তদন্ত সাপেক্ষে জানা যাবে।