মোঃ শিহাব উদ্দিন টোকন
নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুরে বাহরাইন প্রবাসী মাসুমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৪ এপ্রিল) রাত ১০টার সময় উপজেলার গোধরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানাযায় বুধবার রাত ১০টার সময় বিদ্যুৎ না থাকায় আড্ডারত অবস্থায় রফিকের দোকানের সামনে আশরাফ পাটোয়ারীর ছেলে শামীম (২৮) এর সাথে শহিদ তালুকদারের ছেলে ইদ্রিস তালুকদার (৪০), ইদ্রিস তালুকদারের ছেলে মাহ্ফুজ তালুকদার (১৮) মোবাইলের হেড ফোন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
এরই জের ধরে (২৫ এপ্রিল) বুধবার রাত ১১টার দিকে গোধরা ময়েজ উদ্দিনের ছেলে বাহরাইন প্রবাসী মাসুমেরর বাড়িতে শহীদ তালুকদারের ছেলে ঈদ্রিস, কুদ্দুস তালুকদার, বাবু তালুকদার, ঈদ্রিস তালুকদারের ছেলে মাহ্ফুজ, স্ত্রী মিনারা বেগমসহ ৭/৮জন হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে মাসুমের ভাই মেহেদী রবিবার (২৮ এপ্রিল) লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা নাছিম আহমেদ বলেন অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা