ঢাকাSaturday , 27 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

কৃষি মেলার উদ্বোধন করলেন, এমপি-আবুল কালাম আজাদ।

admin544
April 27, 2024 6:31 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কৃষি সম্প্রাসারন অধিদপ্তর কর্তৃক খরিপ-১/ ২০২৪-২০২৫ মৌসুমে উপসী আউস ও পাট বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ ও গভর্নর বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
আজ ২৭ এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৩ হাজার ৭০০ কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) যোবায়ের হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল সহ প্রমুখ।
বক্তব্য শেষে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলা চত্ত্বর প্রদক্ষিন করে কৃষি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে ১১,৫০০ জন কৃষকদের মধ্যে ৫ কেজি করে আউশ ধানবীজ, ১০ কেজি করে এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার ৭৫০ জন কৃষকদের মধ্যে ১ কেজি করে পাটবীজ, ১৪৫০ জন কৃষকদের মধ্যে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি ও ২০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।