ঢাকাSaturday , 20 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে প্রাণিসম্পদ মেলায়পছন্দের পশু-পাখির সমাবেশ

admin544
April 20, 2024 11:35 am
Link Copied!

মোঃ মিজানুর রহমান মানিক ক্রাইম রিপোর্টার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ ক্যাম্পাসে ফিতে কেটে ও ফেষ্টুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু।
এসময় জেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজিত কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন তাং, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নুসরাত জাহান, কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খাঁন প্রমুখ তার সঙ্গে ছিলেন। অতিথিরা ক্যাম্পাসের প্রদর্শনীর ৪০টি ষ্টল ঘুরে ঘুরে দেখেন। এতে দেখা যায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা তাদের পছন্দের প্রাণিসমূহ প্রদর্শনীতে এনেছেন। একজন বিদেশী গরু নিয়ে এসেছেন প্রতিদিন তার দুধ হয় ২০ লিটার, একটি বিদেশী গরুর দুইটি বাচ্চা হয়েছে, একটি ছাগলের একসাথে ৬টি ও অন্য একটির একসাথে ৫টি বাচ্চা হয়েছে। এছাড়া গ্যাড়ল, বিচিত্র জাতের বাহারী কবুতর, নানান কৃষি যন্ত্রপাতি, পশু-পাখির খাবার, খামার ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে ষ্টল দেয়া হয়।
পরে ক্যাম্পাস প্রাঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও এতে সভাপতিত্ব করেন। এতে সফল খামারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৩২ জনকে পুরস্কৃত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।