পুঠিয়া ( রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দার পাড়া এলাকায় বস্তা বন্দী এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় এলাকাবাসী লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি ঘিরে রাখে। এ সময় পুলিশ সি আইডিকে খবর দেয়। রাজশাহী থেকে সিআইডি এসে লাশটির নমুনা সংগ্রহ করে।
পুলিশ ধারণা করছে, গত ৪ দিন আগে এই থান্দারপাড়ার বাসিন্দা বেদেনা বেওয়া (৬০) নামের এক নারী নিজ বাসা থেকে নিখোঁজ ছিলো। পরে তার পরিবার পুঠিয়া থানা একটি লিখিত অভিযোগ জানান।
খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিলো না। গতকাল ঈদের দিন নিহত বৃদ্ধে ছেলে রিপন আলী (২৭) পুঠিয়া থানায় একটি অভিযোগ করে।
আজ বিকালে এলাকাবাসী বাড়ির পাশে তাদের পারিবারিক গোরস্থানে বস্তাবন্দি লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেয়। স্থানীয়রা বলছে, মৃতের মুখে কসটেপ মারা ছিলো। গলা কাটার চিহ্ন ছিলো। তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন এলাকাবাসী।
পুলিশের ধারণা পারিবারিক বা স্থানীয় কোন কহলের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজ্জাক হোসেন দুলাল জানান। আমি এলাকার বাইরে ছিলাম এসে দেখি এই ঘটনা। মেয়েটা নাকি চারদিন ধরে নিখোঁজ ছিল আমি সেটা আজকে শুনলাম পুঠিয়া থানা পুলিশ এসেছে তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।
পুঠিয়া থানা ইনচার্জ সাইদুর রহমান জানায় আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। দেখি বস্তাবন্দি একটি লাশ পড়ে আছ। পরে আমরা রাজশাহী সিআইডিকে খবর দিই সিআইডিএসে নমুনা সংগ্রহ করে
বিষয়টি তদন্ত করে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।