আব্বাস উদ্দিন:সরাইল প্রতিনিধি।
ব্রাহ্মণ বাড়িয়া জেলা সরাইল উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দটুলা গ্রামের পশ্চিম হাফিজটুলা যুব সংগঠন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের সদস্যরা বিভিন্নভাবে এলাকার হত দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে থাকে, এবং কারো বিপদ হলে তারা সর্বাত্বক সহযোগিতা করে থাকেন।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক
ফয়সাল মাহমুদ জুয়েলর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি আমার সংগঠনের সবাইকে নিয়ে সরা জিবন আমার এলাকার সাধারণ মানুষের উপকার করে যাবো। তিনি আরও বলেন শুধু রমজান মাস কেন সরা বছরই আমি সাধারণ মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। উক্ত সংগঠনের সদস্যরা হলেন :-
প্রধান পৃষ্ঠপোষকতায় : ফয়সাল মাহমুদ জুয়েল
সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধানে :
১। ইয়াছির আরাফাত
২। শহীদুল আলম শাওন
৩। মো: মশিউর রহমান
৪। তৈয়বুল্লাহ সিয়াম (রেজভী)
৫। আশরাফুল হক (রাজন)
৬। অমিত সরকার
৭। রুমান ইসলাম
৮। রেজাউল করিম তানভীর
৯। মিরাজ
১০। জুনায়েদ (মিতা)
১১। আশফাকুর রহমান
১২। জুম্মান মিয়া
১৩। আব্দুল্লাহ সরকার
১৪। জুনায়েদ রেজভী প্রমুখ
সংগঠনের সকল সদস্যরা বলেন
আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সততা,
নিষ্ঠা ও একাগ্রতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি।