রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ রূপসী কাঞ্চন সড়কের উপজেলা ভুলতা ইউনিয়নের মিঠাব অনন্ত পেপার মিল এলাকায় অনন্ত পেপার মিলের সিকিউরিটি গার্ড আবুল কালাম (৪৫) এনডিইর রেডিমিক্স গাড়ির চাকায় পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।গতকাল রবিবার ভোর রাত ৩ টায় সময় এ দূর্ঘটনা ঘটে।নিহত আবুল কালাম বরিশালের গৌরনদী এলাকায় বাড়ি।পুলিশ ও স্হানীয় এলাকাবাসী জানায়, রূপসী থেকে কাঞ্চন পৌরসভার ছাত্তার মিলের কাছে রেডিমিক্সের গাড়িটি এনডিইর রেডিমিক্স কারখানায় দিকে যাচ্ছিল।চালক গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডিউটি রত অবস্থায় থাকা আবুল কালামকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ থানার ওসি দিপকচন্দ্র সাহা বলেন রেডিমিক্সের চালক ঘুমে আচ্ছন্ন ছিলো। সিকিউরিটি গার্ডের বুকে ও পায়ে চাকায় পৃষ্ট হয়।এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।