আব্বাস উদ্দিন :( সরাইল, ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঢাকা-সিলেট ও কুমিল্লা+ সিলেট মহাসড়কে তীব্র যানজট লেগে আছে। চরম দূর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। সড়কের নতুন মাটিতে কয়েকটি গাড়ির চাকা দেবে যাওয়ায় গত বুধবার দিবাগত রাত তিনটা থেকেই এই যানজট চলছে। মহাসড়কের তিনদিকের দীর্ঘ সময়ের যানজটে থমকে গেছে জনজীবন।
সরজমিনে দেখা যায়, সরাইলের বিশ্বরোড মোড়ের তিন দিকে মহাসড়কে তীব্র যানজট। ঢাকা-সিলেট, কুমিল্লা- সিলেট, সিলেট- চট্রগ্রাম, সিলেট- ময়মনসিংহ সড়কের তিন দিকে প্রায় ১২-১৪ কিলোমিটার সড়কে যানজট। ৪-৫ ঘন্টার পথ ১৪-১৫ ঘন্টা পরও পার হতে পারছেন না দূরপাল্লার যাত্রীরা। শতশত যাত্রীকে মহাসড়কে গাড়ীতে বসেই সাহরী খেতে হয়েছে। নির্ঘুম রাত কাটানোর কারণে চোখে মুখে ভিষন্নতার চাপ। বৃদ্ধ ও অসুস্থ্য যাত্রীদের কষ্টের প্রহর শেষ হচ্ছে না। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন অটোরিকশা বা সিএনজি চালিত অটোরিকশায় চড়ছেন না। পাশে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন লোকজন। কারণ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সড়কে থমকে দাঁড়িয়ে আছে যানবাহন গুলো। যানজট নিরসনে সড়কে কাজ করছেম হাইওয়ে পুলিশ। খাঁটিহাতা হাইওয়ে থানার এস আই অফিসার ইনচার্জের দায়িত্ব থাকা মো. সালাহ উদ্দিন মোল্লা মহাসড়কে যানজটের কথা স্বীকার করে বলেন, বিশ্বরোড মোড় থেকে জেলা শহরের দিকে ( কুমিল্লা- সিলেট) যেতে সড়ক নির্মাণ কাজ চলছে। সেখানের নতুন মাটি বৃষ্টির ফলে আরো নরম হয়ে গেছে। ফলে ওই মাটিতে গত বুধবার রাতে বেশ কয়েকটি গাড়ির চাকা দেবে আটকে গেছে। আর এই ঘটনা থেকে মহাসড়কে যানজটের সূত্রপাত হয়েছে। রাত থেকেই হাইওয়ে পুলিশ যানজট নিরসনের জন্য কাজ করছেন। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই যানজট নিরসন হয়ে যাবে।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ