এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বিক্রয়ের সহরত দিলে উক্ত সম্পত্তি ক্রয়ের জন্য আমার মক্কেল ৯০০০০০০(নব্বই লক্ষ) টাকায় চুক্তিবদ্ধ হইয়াছেন। উক্ত সম্পত্তি যদি কাহারো কোনো স্বত্ব বা অভিযোগ থাকে তাহলে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
ক্রেতাঃ
নামঃ মোঃ সাইদুল প্রামানিক
পিতাঃ মোঃ কিসমত প্রামানিক
মাতাঃ মোছাঃ ছাহেরা বিবি
জন্ম তারিখঃ ০১-১০-১৯৬২ ইং
ধর্মঃ ইসলাম পেশাঃ ব্যবসা
জাতীয়তাঃ বাংলাদেশী
জাতীয় পরিচয়পত্র নম্বরঃ
৫০৮ ৩৮৯ ১৮৭৮
টি.আই, এন নং: ৩৬৮৬৫৩৭২৮২৯২
স্থায়ী ও বর্তমান ঠিকানা:
গ্রাম/রোড : দমদমা এ সিংসাড়া-৬৫৯৬ থানা/উপজেলা: আত্রাই জেলা নওগাঁ।
বিক্রেতাঃ
নাম : মোঃ সোহেল রানা (কালু)
পিতার নাম: মোঃ আব্দুর রহমান
মাতার নামঃ মোছাঃ হালিমা খাতুন
*জন্ম তারিখঃ ১৫-১০-১৯৭৭ ইং ধর্মঃ ইসলাম জাতীয়তা : বাংলাদেশী পেশাঃ ব্যবসা
জাতীয় পরিচয় পত্র নংঃ
৬৮৮ ৫৯১ ০২৭০।
টি.আই.এন নং: ৫৮৭৩০৮২৮৭৯৯৬
স্থায়ী ও বর্তমান ঠিকানা: :
বাসা/হোল্ডিং: ৭০৭ নং তেরখাদিয়া উত্তর পাড়া গ্রাম/রোড ডাকঘর : সেনানিবাস-৬২০২ থানা/উপজেলা: রাজপাড়া জেলা : রাজশাহী।
তফসিলঃ
১নং তফশীলঃ জেলা-রাজশাহী, থানা ও সাব রেজিষ্ট্রী অফিস-রাজশাহী সদর, মৌজা হাল-৭৮ নং তেরোখেদিয়া মধ্যে মালিক জমিদার বাংলাদেশ সরকার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) পবা সেরেস্তায় আর,এস-২৫ প্রজার খতিয়ান নংঃ আর,এস-২৫ (পঁচিশ), প্রস্তাবিত খতিয়ান-২৭৮০, হোল্ডিং-২৫২৯। খারিজ কেস নংঃ ১২০০৭/৯-১/২০১৮-২০১৯, তারিখ-০৮-০১-২০১৯ ইং। দাগ নংঃ আর.এস-১২ (বার), রকম-ধানী, পরিমান-২.৪৫০০ একর কাত ০.০২০৬৫০ একর। মঃ শূন্য দশমিক শূন্য দুই শূন্য ছয় পাঁচ শূন্য একর জমি।
২নং তফশীলঃ জেলা-রাজশাহী, থানা ও সাব রেজিষ্ট্রী অফিস-রাজশাহী সদর, মৌজা হাল-৭৮ নং তেরখাদা মধ্যে প্রজার খতিয়ান নংঃ আর,এস-২৫ (পঁচিশ), প্রস্তাবিত খতিয়ান-৩৩০০, হোল্ডিং-৩৩৯৫। খারিজ কেস নংঃ ৩৭২০/৯-১/২০২৩-২৪, তারিখ-১৯-১০-২০২৩ ইং। দাগ নংঃ আর.এস-১২ (বার), রকম-ধানী, পরিমান-২.৪৫০০ একর কাত ০.০১২৪ একর। মঃ শূন্য দশমিক শূন্য এক দুই চার একর জমি। ১নং ও ২নং তপশীলে মোট বায়নাকৃত জমির পরিমাণ ০.০৩৩০৫ একর।
মঃ শূন্য দশমিক শূন্য তিন তিন শূন্য পাঁচ একর।
যোগাযোগের ঠিকানাঃ
ধন্যবাদান্তেঃ
মোঃ সেলিম আহম্মেদ
এ্যাডভোকেট
রাজশাহী জর্জ কোর্ট
রাজশাহী, বাংলাদেশ।
মোবাইল নম্বরঃ ০১৭১৮-৯৩৩১১৯
মোবাইল নম্বরঃ
০১৭২৯-১২৩৪৪৯(ক্রেতা)