রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে শোকজ
২৩-০৩-২০২৪
পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
শিষ্টাচারবহির্ভূত ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী বক্তব্য প্রদানের জন্য রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদকে শোকজ করা হয়েছে।
গত ১৯ মার্চ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দলের সভাপতির পক্ষ থেকে শোকজ নোটিশটি আবুল কালাম আজাদের কাছে পাঠান।
নোটিশটি বৃহস্পতিবার (২১ মার্চ) এমপি গ্রহণ করেছেন। নোটিশ গ্রহণ পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে দলের সভানেত্রীর কার্যালয় ধানমন্ডিতে যথাযথ নিয়ম মেনে জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
দলের শোকজ নোটিশে বলা হয়েছে,সাম্প্রতিক সময়ে আপনার দেওয়া বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। শিষ্টাচারবহির্ভূত আপনার প্রদত্ত এসব বক্তব্য কার্যত সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে আরও বলা হয়,আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-তার ব্যাখ্যাসহ লিখিত জবাব নোটিশ প্রাপ্তির পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পৌঁছাতে হবে।
এ বিষয়ে জানতে সংসদ সদস্য আবুল কালাম আজাদের মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ থাকায় তার মতামত পাওয়া সম্ভব হয়নি।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ