ঢাকাSunday , 17 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত

admin544
March 17, 2024 5:49 pm
Link Copied!

আববাস উদ্দিন :(সরাইল প্রতিনিধি)

সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুস্ফস্তবক অর্পণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন, উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি প্রমূখ। পরে ইউএনও মো. মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন। সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান প্রমূখ। শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতির পিতার জীবন দর্শনের উপর আলোচনা সভা, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও হাসপাতাল সমূহে উন্নতমানের খাবার পরিবেশন। এর আগে ১৬ মার্চ সন্ধ্যায় গুরূত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আলোক সজ্জা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।