বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর বদলগাছীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন
বংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে দিনটি পালনের শুরুতেই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য’- শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮,নওগাঁ-৩ (বদলগাছী – মহাদেবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী (সৌরেন)।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল আলম খাঁন,বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ সাবরিন মোস্তারী,উপজেলা নির্বাচন অফিসার নিত্যানন্দ কুমার পাল,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধাগন ,শিক্ষার্থী ও সূধীজন প্রমূখ।