আব্বাস উদ্দিন:সরাইল উপজেলা প্রতিনিধি।
সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের বৃদ্ধ শুক্কুর আলী মৌসুমি ফল ব্যবসায়ি। গতকাল মঙ্গলবার ভোরে আনারস আনতে রওনা দিয়েছিলেন সিলেটের শ্রীমঙ্গলের উদ্যেশ্যে। পথে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল সদরের পাঠান পাড়ায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় নিহত হন শুক্কুর আলী। বিকেলে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি। পুলিশ, পরিবার ও স্থানীয়রা জানায়, পাঁচ সন্তানের জনক শুক্কুর আলী দীর্ঘদিন ধরে পাকশিমুল ও অরূয়াইল বাজারে ফলের ব্যবসা করে আসছেন। সিলেটের শ্রীমঙ্গল থেকে আনারস আনার চিন্তা করেন তিনি। তাই গতকাল মঙ্গলবার প্রথম রোজার দিন ভোর বেলা শ্রীমঙ্গলের উদ্যেশ্যে রওনা দেন। পাকশিমুল থেকে সরাইলের বিশ্বরোড মোড় যেতে সিএনজি চালিত অটোরিকশায় চড়েন। সকাল ৭টার দিকে অটোরিকশাটি সরাইল-নাছিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাঠান এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এতে সিএনজি যাত্রী শুক্কুর আলী গুরূতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় পথচারিরা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্কুর আলীর মৃত্যু হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হচ্ছে। দূর্ঘটনায় কবলিত বাস ও সিএনজিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।