মোঃ শিহাব উদ্দিন টোকন
নাটোর জেলা প্রতিনিধি
লালপুর থানাধীন ২নং ঈশ্বরদী ইউনিয়নের পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়েমোঃ সোহেল (৩০) পিতা-মৃত মকবুল হোসেন, গ্রামঃ পুরাতন ঈশ্বরদী থানা লালপুর জেলা নাটোর গত ইং-১১/০৩/২০২৪ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় এয়ারপোর্ট মোড়ে তার দোকান থেকে একটি টেলিভিশন নিয়ে বের হয়। রাত্রে বাড়িতে ফিরে না আসায় তার বাড়ির লোকজন লালপুর থানা কে অবহিত করে। পরবর্তীতে অদ্য ইং-১২/০৩/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় এলাকার লোকজন এয়ারপোর্ট মোড়ের দক্ষিনে জনৈক শফিকুল ইসলাম এর বাড়ীর পিছনে ভুট্টার ক্ষেতের মোঃ সোহেল (৩০) পিতা-মৃত মকবুল হোসেন, গ্রামঃ পুরাতন ঈশ্বরদী থানা লালপুর জেলা নাটোর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা লালপুর থানা পুলিশকে খবর দেয়।এমববস্থায় ধারণা করা হচ্ছে গত ইং-১১/০৩/২০২৪ তারিখ রাত ২০.০০ ঘটিকা হতে অদ্য ইং-১২/০৩/২০২৪ ঘটিকার ভোর ০৪.০০ ঘটিকার মধ্যে যেকোনো সময় কে বা কাহারা সোহেলকে মেরে ফেলে রেখে যায়।