রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো
এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দুর্যোগ প্রস্তুতি দিবসের শুরুতেই বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল ১০ মার্চ
উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার। সভায় বক্তব্য রাখেন কাঞ্চন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লী ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আয়েশা খাতুন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যসহকারী আশরাফ সিদ্দিকীসহ আরো অনেকে।
তাং- ১০-০৩-২৪ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি