ঢাকাSunday , 10 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থণীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি,
  11. খেলাধুলা
  12. গাজীপুর
  13. গোপালগঞ্জ
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জামালপুর
আজকের সর্বশেষ সবখবর

মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে/নাজমুল আলম নাহিদ ।

admin544
March 10, 2024 11:41 pm
Link Copied!

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতি নিধি।

ইসলামের মূল বৃত্তি পাঁচটি ঈমান, নামাজ,রোজা,হজ্ব ও যাকাত,রোজা হল ইসলামের তৃতীয় স্তম্ভ এটা শারীরিক ইবাদত,রোজা হলো ঢালস্বরূপ, রোজা মানুষকে অন্যায় অপকর্ম ও যাবতীয় পাপাচার হইতে মুক্ত রাখে। মুক্ত রাখে পরকালে জাহান্নামের আগুন হইতে।তবে ইহার মূল উদ্দেশ্য হইল তাকওয়া বা খোদাভীতি অর্জন করা।আমরা আল্লাহর প্রিয় সৃষ্টি,সুতরাং তাহাকে ভয় করিতে হইবে আসলে তাকওয়ার অর্থ প্রবৃত্তির তাড়না নিয়ন্ত্রণ করিবার বিশেষ শক্তি অর্জন করা।রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরির শাবান মাসে।এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে হে মুমিনগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি,যাতে তোমরা আল্লাহভীরু হতে পারো।পরহেজগার হতে পারো,এ আয়াত থেকে আমরা বুঝতে পারি,রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য,গুনা বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া, নিজেকে পরিশুদ্ধ করার জন্য,রমজানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ তায়ালা এ এ মাসটিকে সিও ওহি সহিফা ও আসমানী কিতাব নাজিল করার জন্য মনোনীত করেছেন।রোজার মাধ্যমে আমরা যে ধৈর্য,সংযম,আত্মনিয়ন্ত্রণ,সৎ সাহস,অনুগত্যের অনুগত্যের দীক্ষা লাভ করি,এজন্য রোজা হইলো আত্মিক বেধির দাওয়াই।অতএব চিরস্থায়ী জীবনের জন্য আত্মশুদ্ধি অর্জনই হোক আমাদের রোজা রাখিবার মূল উদ্দেশ্য।আল্লাহ আমাদের মাহে রমজানের একমাস রোজা সহিসালামতে ও নিরবিচ্ছিন্নভাবে পালন করিবার তৌফিক দান করুক।বছর ঘুরে আবার এলো মাহে রমজান ছেড়ে দিতে হবে আমাদের সকলের গুনাহের স্থান।আল্লাহ আমাদের সবাইকে একমাস রোজা রাখার তৌফিক দান করুন,এসব কথা বলেন কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ নাজমুল আলম নাহিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।