মোঃ শিহাব উদ্দিন টোকন
লালপুর নাটোর প্রতিনিধি
নাটোর লালপুরে রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী সাংস্কৃতিক ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
শুক্রবার (৮ই মার্চ) অনুষ্ঠানের দ্বিতীয় দিনে স্কুল কমিটির সভাপতি নওশেদ আলী নবাবের সভাপতিত্বে এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর ১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসাহাক আলী চেয়ারম্যান লালপুর উপজেলা পরিষদ, আফতাব হোসেন ঝলফু সভাপতি লালপুর উপজেলা আওয়ামী লীগ, আরো উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আলম মকেল মাস্টার,
আরো স্থানীয় নেতৃবৃন্দ অবিভাবক বিন্দু ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায়, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন, আমি যখন আগের বার এমপি ছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করেছি, আর এবার আমার মূল লক্ষ্য হচ্ছে লালপুরে একটিও কাঁচা রাস্তা থাকবে না।