ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ঝিনাইদহের মহেশপুরে শুক্রবার পৃথক ২টিঁ সড়ক দূর্ঘটনায় জিসান (২২) ও মোমিনুর রহমান (২৫) নামের দু’জন নিহত হয়েছে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, শুক্রবার সকাল ১১টার দিকে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের সস্তার বাজারে ইজিবাইক ও মটর সাইকেলের মুখো মুখি সংর্ঘষে যুগিহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান নিহত হয়।
অপর দিকে দুপুর ১২টার দিকে মহেশপুর যাদবপুর সড়কের গয়েশপুর মাঠের মধ্যে মটর সাইকেল ও বাঁশবোঝায় ভ্যানের সাথে সংর্ঘষে যাদবপুর ইউনিয়নের বড়বাড়ী গ্রামের জবিউল্লার ছেলে মোমিনুর রহমান নিহত হয়। সংবাদ পেয়ে মহেশপুর থানা পুলিশ দু’ জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, মাত্র এক ঘণ্টার ব্যবধানের মহেশপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। নিহতদের লাশ ঝিনাইদহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
সম্পাদক এবং প্রকাশক : মোহাম্মাদ মিঠু আহম্মেদ,
সহ-সম্পাদ, নাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খাঁন, বার্তা সম্পাদক , জাহাঙ্গীর আলম,
পুঠিয়া , রাজশাহী, # ই-মেইল: mdmithuahemmad123@gmail.com
Copyright by সন্ধানে বাংলাদেশ সংবাদ